'আমি রসগোল্লা খাবো, লাড্ডু খাওয়াতে এসো না'

চতুর্থ দফার নির্বাচনের আগে হুগলির শ্রীরামপুরে গিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, আমি রসগোল্লা খাবো, লাড্ডু খাওয়াতে এসো না।

'আমি রসগোল্লা খাবো, লাড্ডু খাওয়াতে এসো না'

চতুর্থ দফার নির্বাচনের আগে হুগলির শ্রীরামপুরে গিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, আমি রসগোল্লা খাবো, লাড্ডু খাওয়াতে এসো না।

তিনি বলেন, আমরা জিতলে তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মায়েরা ১ হাজার টাকা করে হাতখরচ পাবেন। অন্য ক্যাটাগরির যারা আছেন তারাও ৫০০ টাকা পাবেন।

মমতা বলেন, নোটবন্দির সময় মোদি মা-বোনেদের লক্ষ্মীর বাক্স ভেঙে দিয়েছে। সব টাকা জমা দিতে হয়েছে। আমরা ক্ষমতায় এলে আবার মা-বোনেদের লক্ষ্মীর বাক্স করে দে। মাসে মাসে তারা ভাতা পাবেন।

তিনি বলেন, অমিত শাহের নির্দেশে সব হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভয় দেখাচ্ছে। ওদের কোনো দোষ নেই। আমি সুযোগ পেলে পরে ব্যবস্থা নেবো।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী বলেন, তুমি ধোকলা খাও, আমি রসগোল্লা খাবো, লাড্ডু খাওয়াতে এসো না।

প্রকৌশল নিউজ/এমএস