দূতাবাসগুলোতে প্রফেশনালস নিয়োগ দেওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের সমস্যা দ্রুত নিরসনের জন্য দূতাবাসগুলোতে প্রফেশনালস নিয়োগ দেওয়া হবে।

দূতাবাসগুলোতে প্রফেশনালস নিয়োগ দেওয়া হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (ফাইল ছবি)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, প্রবাসীদের সমস্যা দ্রুত নিরসনের জন্য দূতাবাসগুলোতে প্রফেশনালস নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবাসী অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শাহরিয়ার আলম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক। কিন্তু প্রবাসীদের অনেক সমস্যা এখনো আমরা নিরসন করতে পারিনি। আমি বিদেশে গেলে যখনই সময় পাই প্রবাসীদের সমস্যাগুলো জানার চেষ্টা করি। প্রবাসীদের প্রধান সমস্যা দূতাবাসগুলোতে তারা দ্রুত সেবা পান না। 

তিনি এই বিষয়ে আরও যোগ করে বলেন, হয়তো কারোর পাসপোর্টের বই শেষ হয়ে গেছে, হয়তো পাসপোর্টে ওয়ার্ক পারমিট সিল দিতে হবে- এসব কাজগুলো করতে এসে তারা ভোগান্তিতে পড়েন। অনেকে দালালের মাধ্যমে ৫০ থেকে ১০০ রিয়াল দিয়ে এসব কাজও করান। আমরা দূতাবাসগুলোতে প্রফেশনালস ও দক্ষ জনবল নিয়োগ দেবো। যাতে প্রবাসীরা তাদের সেবা দ্রুত পেতে পারেন। প্রথমে সৌদিসহ প্রবাসী ভাই-বোন যে দেশে বেশি থাকে সেসব দেশে নজর দেবো।

প্রকৌশল নিউজ/এমআর