দেশে ৬৪ শতাংশ বোরো ধান কাটা শেষ

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সারা দেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পুরোদমে ধান কাটা চলছে। ইতোমধ্যে হাওড়ের শতভাগ ধান কাটা শেষ হয়েছে। গত বছরের মতো এ বছরও কৃষকেরা হাওড়ের ধান সফলভাবে ঘরে তুলতে সক্ষম হয়েছে।

দেশে ৬৪ শতাংশ বোরো ধান কাটা শেষ

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সারা দেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পুরোদমে ধান কাটা চলছে। ইতোমধ্যে হাওড়ের শতভাগ ধান কাটা শেষ হয়েছে। গত বছরের মতো এ বছরও কৃষকেরা হাওড়ের ধান সফলভাবে ঘরে তুলতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে হাওড়ে বোরো ধান কাটা ও বোরো উৎপাদন পরিস্থিতি নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, হাওড়ের ৭ জেলায় ৫০ হাজার শ্রমিক আনা হয়েছে। যারা ধান কেটে সহায়তা করেছে। এ ছাড়াও বিভিন্ন এলাকায় ধান কাটার মেশিন সরবরাহ করা হয়েছে। 

মন্ত্রী বলেন, হাওড়ভুক্ত সাত জেলায় এ বছর বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৫৩৪ হেক্টর জমিতে। শুধু হাওড়ে বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৭৭০ হেক্টর জমিতে, যা মোট আবাদের প্রায় ৯.২৫ শতাংশ। 

সারা দেশে এ বছর ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সোমবার (১০ মে) পর্যন্ত সারা দেশের ৬৪ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এ মাসের মধ্যেই বাকি ৩৬ ভাগ বোরো ধান কাটা শেষ হবে।