নিউমার্কেটে ব্যবসায়ীদের বিক্ষোভ

করোনাভাইরাস মহামারির সংক্রমণ দিন দিন বাড়ার ফলে আজ থেকে শুরু হয় এক সপ্তাহের লকডাউন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যেই দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।

নিউমার্কেটে ব্যবসায়ীদের বিক্ষোভ

করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ার ফলে আজ থেকে শুরু হয় এক সপ্তাহের লকডাউন। এদিকে স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যেই দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ব্যবসায়ীরা বলেন, ‘গত বছর লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেটা এখনও পুষিয়ে না উঠতেই আবারও লকডাউন। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায়ী সমিতি ও গাউসিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল বলেন, ‘মার্কেট খেলার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা চাই সরকার সীমিত পরিসরে হলেও মার্কেট খুলে দিক।