বুধবার থেকে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা

ঘূর্ণিঝড় 'ইয়াস' উপকূলের নিকটবর্তী আসার কারণে দেশে হালকা বৃষ্টি বা আকাশ মেঘলা থাকবে। সেইসাথে কমার সম্ভবনা রয়েছে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এমনটাই জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

বুধবার থেকে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা

ঘূর্ণিঝড় 'ইয়াস' উপকূলের নিকটবর্তী আসার কারণে দেশে হালকা বৃষ্টি বা আকাশ মেঘলা থাকবে। সেইসাথে কমার সম্ভবনা রয়েছে তাপমাত্রা। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এমনটাই জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বিকেল সারে ৩ টার দিকে আমেরিকার বাণিজ্যিক ভিত্তিক আবহাওয়ার তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার তাদের ওয়েবসাইটে দেখিয়েছে ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অনুভূত তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা রয়েছে ৪৯ শতাংশ, যা বেশ অস্বস্তিকর।

আবহাওয়া অধিপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রকৌশলনিউজকে জানিয়েছেন, ‘পরশুদিন থেকে তাপমাত্রা কমে যাবে। আগামীকাল একটু মেঘাচ্ছন্ন হবে, পরশুদিন বৃষ্টি হবে। তারপর থেকেই তাপমাত্রা কমবে।

প্রকৌশলনিউজ/এমএসআই