যেমন প্রেমিক খুঁজছেন প্রভা!

সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ২০০৫ সালে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে কাজ করে যাচ্ছেন জনপ্রিয়তা নিয়ে। নিপুন অভিনয় প্রতিভার কারণে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী।

যেমন প্রেমিক খুঁজছেন প্রভা!

সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ২০০৫ সালে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ ১৫ বছর পেরিয়ে কাজ করে যাচ্ছেন জনপ্রিয়তা নিয়ে। নিপুন অভিনয় প্রতিভার কারণে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেত্রী।

এর মাঝেই পেরোতে হয়েছে নানা চড়াই-উৎরাই। আলোচিত ও সমালোচিত হয়েছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। তারপরও থেমে নেই তিনি। কাজ করে চলেছেন একের পর এক। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত টেলিভিশন অনুষ্ঠানমালায় প্রভা অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে।

তার নাটক নিয়ে দর্শকের যেমন রয়েছে দারুণ আগ্রহ তেমনি ব্যক্তিগত বিষয়ও জানতে চান তারা। বিয়ে নিয়ে এদের কৌতূহলের শেষ নেই। যদিও এসব বিষয়ে বরাবরই সতর্কতার আশ্রয় নিয়ে প্রভা কথা বলেন একদম মেপে। সবার কৌতূহলের প্রেক্ষিতে এবার প্রেম নিয়ে মুখ খুলেছেন প্রভা। জানিয়েছেন কেমন প্রেমিক পছন্দ তার।

Image result for সাদিয়া জাহান প্রভা হট

একটি ভিডিও সাক্ষাৎকারে প্রভা বলেন, প্রভার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন এ অভিনেত্রী।

এছাড়া ওই সাক্ষাৎকারে প্রভা জানান, প্রেম নিয়ে তার অনেক মজার অভিজ্ঞতা রয়েছে। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন এক ঈদের সময় কেউ একজন তাকে প্রথম প্রেমের চিঠি লিখেছিল। চিঠি পেয়ে খুব ভয় পেয়েছিলেন প্রভা।

প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। বর্তমানে প্রভা বেশকিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি।

প্রকৌশল নিউজ/এস