রাজধানীতে ঈদের জামাত যেখানে যেখানে হবে

আগামীকাল বুধবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। করোনা প্রদুর্ভাবের কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করবেন মুসলমানরা। ঈদ জামাতও হবে স্বাস্থ্যবিধি মেনে।

রাজধানীতে ঈদের জামাত যেখানে যেখানে হবে
ফাইল ছবি

আগামীকাল বুধবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। করোনা প্রদুর্ভাবের কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করবেন মুসলমানরা। ঈদ জামাতও হবে স্বাস্থ্যবিধি মেনে।

স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে নামাজ আদায় করা যাবে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবারও গতবারের মতো রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার রাজধানীতে বিভিন্ন স্থানে ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ-উল-আযহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টায় বায়তুল মোকাররম মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভীর। তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম। পঞ্চম ও শেষ জামাত হবে সকাল পৌনে ১১টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

এছাড়া রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত হবে সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায় এবং তৃতীয়টি সকাল ৯টায়।

মহাখালীর গাউছুল আজম কমপ্লেক্স মসজিদে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে সাতটায়, কাজলাপাড় ভাঙ্গাপ্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে ঈদ-উল-আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

ইস্কাটন গার্ডেন সবজি বাগান জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে সাতটায় হবে।

মোহাম্মদপুরের আশরাফুল মাদারিসে ঈদ জামাত সকাল সোয়া সাতটায়, নূরজাহান রোডের বাইতুল ফজল মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে।

কামরাঙ্গীর চরের মাদ্রাসাই নূরীয়ায় ঈদ জামাত প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়।

মিরপুরের পূর্ব মনিপুরের বাইতুল ফালাহ মসজিদের ঈদ জামাত সকাল সোয়া সাতটায়, বাইতুল রহিম মসজিদের (বাবা হুজুর মসজিদ) ঈদের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

প্রকৌশল নিউজ/এমআরএস