রমজানে ১৫ হাজার মানুষকে ইফতার করাবেন সালমান খান


ডেস্ক নিউজ
রমজানে ১৫ হাজার মানুষকে  ইফতার করাবেন সালমান খান
  • Font increase
  • Font Decrease

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতিদিন নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে রয়েল মালাবার গ্রুপের চেয়ারম্যান ও  ছাত্রলীগ নেতা  মো. সালমান খান প্রান্ত।  এজন্য প্রতিদিন  ৫০০ জনের জন্যে এ  ব্যবস্থা থাকবে।  

গত শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৯ নং সেক্টরের নিজ বাস ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। 
 
এ বিষয়ে মো. সালমান খান প্রান্ত বলেন, ‘রমজান একটি পবিত্র মাস। ধর্মে কর্মে, দানে বছরের অন্য মাসের তুলনায় রমজান মাসটি আলাদা। রোজাদারদের ইফতার করানো সওয়াবের কাজ। আমি ব্যক্তিগত উদ্যোগে নিম্ন আয়ের মানুষের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করেছি। আয়োজনটি চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।’

প্রতিদিন ৫০০ জন করে পুরো রমজান মাস জুড়ে ১৫ হাজার মানুষকে ইফতার করানো হবে বলেও জানান তিনি।