ক্রোধ থেকে বাঁচার দোয়া


প্রকৌশল নিউজ :
ক্রোধ থেকে বাঁচার দোয়া
  • Font increase
  • Font Decrease

ক্রোধ মানুষকে ধ্বংস করে। মানুষকে পরশ্রীকাতর করে তোলে। তাই মহান আল্লাহতালা ক্রোধ থেকে বাঁচার জন্য রাসুল (সা.) আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হলো।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

ইবনে উমার (রা.) বলেন, রাসুল (সা.)-এর শেখানো বিভিন্ন দোয়ার মধ্যে এটি অন্যতম। (আবু দাউদ, হাদিস : ১৫৪৫)