সমালোচকরা ‘ভাল লাগে না’ নামক রোগে আক্রান্ত : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করছেন তারা ‘ভাল লাগে না’ নামক রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কিছু কিছু লোক আছে যারা নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে, এটা আমাদের দুর্ভাগ্য! তাদের কাছ থেকে মানুষ কোন সাহায্য পায় না, কিন্তু কোন কাজ করতে গেলে সেখানে বিরূপ সমালোচনা, মানুষের ভেতর সন্দেহ ঢোকানো, ভয় ভীতি দেওয়া এই ধরণের কাজ করা কারো কারো অভ্যাস আছে। যত ভাল কাজই করেন সবকিছুতে তারা ‘ভাল লাগে না’ নামে রোগে ভোগে। এই রোগের কি চিকিৎসা আছে, আমি জানি না।

সমালোচকরা ‘ভাল লাগে না’ নামক রোগে আক্রান্ত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী সেখ হাসিনা ( ফাইল ছবি )

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যারা সমালোচনা করছেন তারা ‘ভাল লাগে না’ নামক রোগে আক্রান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কিছু কিছু লোক আছে যারা নেতিবাচক মনোভাব পোষণ করে থাকে, এটা আমাদের দুর্ভাগ্য! তাদের কাছ থেকে মানুষ কোন সাহায্য পায় না, কিন্তু কোন কাজ করতে গেলে সেখানে বিরূপ সমালোচনা, মানুষের ভেতর সন্দেহ ঢোকানো, ভয় ভীতি দেওয়া এই ধরণের কাজ করা কারো কারো অভ্যাস আছে। যত ভাল কাজই করেন সবকিছুতে তারা ‘ভাল লাগে না’ নামে রোগে ভোগে। এই রোগের কি চিকিৎসা আছে, আমি জানি না।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে গণভবন থেকে করোনা ভ্যাকসিন টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পত্রিকা দেখলেই পাবেন, সেখানে সব কিছুতেই সমালোচকরা দোষ খোঁজে। এই ভ্যাকসিন আসবে কি আসবে না। আসলে এতো দাম হল কেন? এটা চলবে কিনা, দিলে কি হবে? নানা প্রশ্ন তাদের। যা হোক তুবও আমি চাই তারাও সাহস করে আসবেন। আমরা তাদেরকেও ভ্যাকসিন দিয়ে দেব, যাতে তারা সুরক্ষিত থাকে। কারণ তাদের যদি কিছু হয় তাহলে আমাদের সমালোচনাটা করবে কে? সমালোচনার লোকও থাকা দরকার। থাকলে আমরা জানতে পারি, আামাদের কোন ভুলভ্রান্তি হলো কিনা। সেজন্য সাধুবাদ দিচ্ছি তাদের সমালোচনা যত হয়েছে, আমরা কিন্তু তত বেশি দ্রুত কাজ করার প্রেরণা পেয়েছি।

ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের পর ভ্যাকসিন নেয়া সবাইকে শুভ কামনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবার সুস্থতা কামনা করছি। এরপর আমরা সারাদেশে এই কার্যক্রম শুরু করব। যাতে তাড়াতাড়ি দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা যায়। চুক্তি অনুযায়ী বাকি ভ্যাকসিনও চলে আসবে।

প্রকৌশল নিউজ/এস