স্ত্রীর স্বামীর সাথে ক্রিকেটার নাসিরের কথোপকথন (অডিও)

স্ত্রীর স্বামীর সাথে ক্রিকেটার নাসিরের কথোপকথন (অডিও)

গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মি নামক এক কেবিন ক্রুকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু বিয়ের সপ্তাহ না পেরোতেই খবর এলো অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। এ বিষয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রীর স্বামী দাবি করা রাকিব হাসান নামের এক ব্যক্তি।

তিনি দাবি করেছেন, ২০১১ সালে তার সঙ্গে বিয়ে হয় তাম্মির। তাদের ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে। তাকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে নাসিরকে বিয়ে করেছেন তার স্ত্রী তামিমা তাম্মি। এমনকি তাকে দেওয়া হয়নি কোন তালাকনামা।

এরমাঝেই নাসির এবং তার স্ত্রীর স্বামী দাবি করা রাকিব হাসানের কথপোকথনের ৪ মিনিট ২২ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে নাসির হোসেন দাবি করেছেন- তিনি সব কিছু জেনেই তামিমা তাম্মিকে বিয়ে করেছেন। কথোপকথনটি প্রকৌশল নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

নাসির : হ্যালো, স্লামাইলাইকুম

রাকিব : ওয়াইলাইকুম সালাম

নাসির : ভাইয়া, আমি নাসির হোসেন বলতে ছিলাম..

রাকিব : কোথা থেকে?

নাসির : ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন।

রাকিব : হ্যাঁ, কাকে চান?

নাসির : এটা রাকিবের নাম্বার না?

রাকিব : হ্যাঁ, রাকিবের নাম্বার।

নাসির : আপনি সেই রাকিব!

রাকিব : সেই রাকিব মানে!

নাসির : মানে, আমি আপনাকেই চাচ্ছি।

রাকিব : ও আচ্ছা। বলেন..

নাসির : ভালো আছেন আপনি?

রাকিব : জ্বি, আলহামদুল্লিাহ্।

নাসির : আচ্ছা ভাইয়া। আমি কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিসি। এটা হচ্ছে তামিমা পারপাসে, ঠিক আছে। আপনি যা করলেন?

রাকিব : কি করলাম?

নাসির : আপনি নাকি জিডি করছেন, শুনলাম..

রাকিব : জিডি করছি। হ্যাঁ, বলেন..

নাসির : এগুলা করে কি পাইতাছেন আপনি? আমাকে একটু বলবেন?

রাকিব : আমি কিছু পাইতেছি না। আমি বলতেছি- আপনি জানেন তামিমা সম্পর্কে সবকিছু? 

নাসির : আমি সবকিছুই জানি ভাইয়া।

রাকিব : কি কি জানেন আপনি?

নাসির : সব কিছুই জানি।

রাকিব : সব কিছু কি কি জানেন?

নাসির : ওর বাচ্চা আছে, ওর বিয়ে হইছে। বয়ফ্রেন্ড ছিলো।

রাকিব : নাম কি বয়ফ্রেন্ডের?

নাসির : অলক। ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি।

রাকিব : আচ্ছা, আচ্ছা।

নাসির : তো আমি জেনে শুনেই বিয়ে করছি। বুঝতে পারছেন না? 

রাকিব : হ্যাঁ, হ্যাঁ।

নাসির : এখন জিনিসটা হচ্ছে যে, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক?

রাকিব : আমি?

নাসির : জ্বি?

রাকিব : তামিমা হ্যাপি থাকতেছে না? আমি তো আর কোন ডিসটার্ব করছি না।

নাসির : আপনি জিডি করছেন..

রাকিব : জিডি করবোনা? তামিমা তো আর আমাকে কোন পেপার দেয়নি। ক্লিয়ার পেপার। তামিমার সাথে আপনার যখন কথা হয় আমি তখন তামিমাকে বললাম, তামিমা, নাসির কে? ও আমাকে বলতেছে ‘আমার ফ্রেন্ড। আমার বাসায় আসছিলো, বার্থডেতে। আসে, যায়। ফ্রেন্ড, এজ লাইক এ ফ্রেন্ড’ ঠিক আছে? তো ফ্রেন্ড, আপনি কথা শোনেন। আপনি জানেন, জাইনা আরেক জনের বউ বিয়া কইরা ফালাইছেন? তামিমা তো আমার সাথে বসবে। বসবে, আচ্ছা ঠিক আছে। রাকিব, আমার তোমার কাছে ভাল লাগে না। চলে যাবো, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো। আসো। আইসা বসো। কাগজ দাও। আমার সাথে কাটছাট করো। তারপর ক্লিয়ারলি, আমিও তো ভবিষ্যতে বিয়ে করবো, তাই না? তখন আমারও তো একটা পেপার দরকার আছে না, ক্লিয়ারের? তো সে এগুলো কিছু না করেই আপনাকে বিয়ে করলো?

নাসির : সে তো চলে গেছে। সেটা আমি দেখছি। বুঝতে পারছেন? আপনি মনে কইরেন না আমি লেটার না দেখেই আমি বিয়ে করছি।

রাকিব : আপনি কি দেখছেন সেটা আমি জানিনা। আমার ৮ বছর মেয়ের বয়স। আমরা ২০১১ তে বিয়ে করছি। এতদিন সংসার করছি। আপনি এগুলা কিছুই জানেন না। তো আপনি যদি আমাকে বলেন, আমি কি চাই না তামিমা সুখি হতে। তো আপনি কি চান না আমি আর তামিমা সুখে থাকি? এটা কোন ধরনের কথা। আপনি জানেন একজনের মেয়ে আছে-সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন?

নাসির : আপনার সাথে তো ওর সংসার নাই, ওর। বুঝতে পারছেন না? ভাই আমি এতো ঘুরায় প্যাঁচায় কথা বলতে পছন্দ করি না। আমি শুধু জানতে চাই, আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান, তাহলে এটা নিয়া আর কোন কিছুই কইরেন না।

রাকিব : তামিমা হ্যাপি থাকবে কিভাবে?

নাসির : যদি তামিমা আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার সাথেই থাকতো।

রাকিব : আর আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? আমি তো আপনাকে চিনি না। ফোন দিবে তামিমা আমারে। 

নাসির : তামিমা ফোন দিবে কেন?

রাকিব : অবশ্যই, তামিমাই তো ফোন দিবে। তাহলে সমস্যা তামিমার সমস্যা কি আপনার এখন? তাই না? ফোন তো তামিমা দিবে। আপনি যে বাসায় থাকতেছেন সে বাসার ফার্নিচারও আমার। 

নাসির : আমি জানি। সবকিছুই জানি। 

রাকিব : আপনাকে যদি বলে আপনার ওয়াইফ, ‘দেখো আমি তো তোমার কাছে আছিই’। করোনার আগে সে যখন আটকা পরলো তখনো সে আমার এখানে এসেছিলো। তো সে কিভাবে আপনার গার্লফ্রেন্ড হলো? ভাই আমি এখন নামাজে যাবো, তাই আপনার সাথে এখন আর কথা বলতে পারছিনা বলে আমি স্যরি।

প্রকৌশল নিউজ/এমআর/এস