হার স্বীকার করে চলে যাবার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছরের নভেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির ২০ তারিখ নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে নিজের পরাজয় ‘মেনে’ নিয়ে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়ে হোয়াইট হাউজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প।

হার স্বীকার করে চলে যাবার প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কংগ্রেস গত বছরের নভেম্বরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়কে স্বীকৃতি দেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির ২০ তারিখ নিয়ম অনুযায়ী নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে নিজের পরাজয় ‘মেনে’ নিয়ে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়ে হোয়াইট হাউজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর ট্রাম্প ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ট্রাম্প এক বার্তায় বলেছেন, ‘আমি যদিও নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত নই… তবুও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে।’

তিনি বলেন, আমি সব সময়ই বৈধ ভোটগুলো গণনা নিশ্চিত করার কথা বলেছি,’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলার লড়াইয়ের এটি শুরু মাত্র।

আজ কংগ্রেস অধিবেশনে বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট ও ট্রাম্প ২৩২ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বলে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচনে জিততে প্রার্থীর ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন।