২৬ মার্চ পর্যন্ত রাজধানীবাসীকে সময় নিয়ে গন্তব্যে বের হওয়ার অনুরোধ

২৬ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিদেশি রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

২৬ মার্চ পর্যন্ত রাজধানীবাসীকে সময় নিয়ে গন্তব্যে বের হওয়ার অনুরোধ

২৬ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিদেশি রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

রাজধানীর সড়কগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হওয়ার প্রেক্ষিতে বিভিন্ন সড়ক সংকুচিত হয়েছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। আসন্ন উৎসবে বিদেশি অতিথিদের যাতায়াতের সময় রাস্তায় যান চলাচলে চাপের সৃষ্টি হতে পারে। যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় সাময়িক সমস্যার উদ্ভব ঘটতে পারে। যানজট বিবেচনায় সম্মানিত নগরবাসীকে নিজ নিজ গন্তব্যস্থল ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহনের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের কিছুটা আগে বের হওয়ার জন্য ডিএমপির পক্ষ হতে অনুরোধ করা হয়েছে ।

ভিভিআইপিগণের অবস্থানকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

প্রকৌশল নিউজ/এমআরএস