ইশরাকের বাসায় হামলার অভিযোগ, থানায় জিডি

ইশরাকের বাসায় হামলার অভিযোগ, থানায় জিডি

বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে তার গোপীবাগের বাসায় এই হামলা হয়েছে। অবশ্য এ সময় বাসায় কেউ না থাকায় হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে বাসার সামনের দিকে জানালার কাচ ভাঙা পড়েছে।

এই বিষয়ে বুধবার সকালে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই ঘটনায় থানায় জিডি করার পর উপস্থিত সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, আমার মনে হয় এটা উসকানিমূলক হামলা। আমরা কোন ধরনের উস্কানিতে পা দিবো না, বিজয় দিবসের প্রথম প্রহরে একজন মুক্তিযোদ্ধার বাসায় এরকম হামলা নিন্দনীয় ঘটনা,  আমরা আইনি পদক্ষেপ নিব। 

আগামীকাল পল্টনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া ও দলের সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

হামলা ঘটনার বর্ণনায় তিনি বলেন, ২০/২৫ জন যুবক হেলমেট পরা অবস্থায় বাসার সামনের গলিতে ঢুকে বাসায় ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। বাসার ভেতরে কেউ সেই সময় ছিল না। সে কারণে কেউ আহত হয়নি কিন্তু বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।