এলএসডি : ৫ বেসরকারী বিশ্ববিদ্যলয় শিক্ষার্থী পাঁচ দিনের রিমান্ডে

লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাই (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ (২০), এসএম মনওয়ার আকিব ওরফে আনান (২০), মো. নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু (২৪)।

এলএসডি : ৫ বেসরকারী বিশ্ববিদ্যলয় শিক্ষার্থী পাঁচ দিনের রিমান্ডে

লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাই (এলএসডি) মাদক জব্দের ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে সাইফ (২০), এসএম মনওয়ার আকিব ওরফে আনান (২০), মো. নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন ওরফে তপু (২৪)।

সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রি সিন্ডিকেটের সদস্য বলে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা অনলাইন ও অফলাইন মিডিয়ার মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে এলএসডি ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তারা সীমান্ত থেকে মাদক নিয়ে এসে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। অভিযুক্তরা মাদক সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মাদক ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের খোঁজ পেতে অভিযুক্তদের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আদালতে জানান তদন্ত কর্মকর্তা বদরুল আল আমিন।

অপরদিকে, আসামিদের পক্ষে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন বাতিলসহ জামিন চেয়ে একাধিক আবেদন জমা দেওয়া হয়। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ডে দেন।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টায় খিলগাঁও কমিউনিটি এলাকায় অভিযান চালিয়ে সাইফুল, আনান ও সাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের দেহ তল্লাশি করে ৫ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য মতে ভাটারা থানার বারিধারা চৌধুরী লাউঞ্জে অভিযান চালিয়ে নাজমুল ও সালেকীনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ধারাবাহিক অভিযানে গ্রেপ্তারকৃত নাজমুলের দেয়া তথ্যমতে বনানী থানার মহাখালী টিভি গেইট এলাকায় তার শশুর বাড়িতে অভিযান চালিয়ে ৪ পিস এলএসডি মিশ্রিত ব্লট পেপার, এলএসডি বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা, ১০০ মার্কিন ডলার, একটি ল্যাপটপ, একটি স্টিলের কাঁচি, ১০টি স্বচ্ছ খালি জিপ পলিব্যাগ ও ১ গ্রাম অবৈধ নেশাজাতীয় আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস