দেশীয় সংস্কৃতি, মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

দেশীয় সংস্কৃতিকে সমুন্নত রেখে আন্তর্জাতিক মানের সুস্থ ও শিল্প সম্মত সিনেমা তৈরির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম নিষ্ঠুর হত্যাযজ্ঞ সিনেমার মাধ্যমে তুলে ধরুন।

দেশীয় সংস্কৃতি, মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী সেখ হাসিনা ( ফাইল ছবি )

দেশীয় সংস্কৃতিকে সমুন্নত রেখে আন্তর্জাতিক মানের সুস্থ ও শিল্প সম্মত সিনেমা তৈরির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম নিষ্ঠুর হত্যাযজ্ঞ সিনেমার মাধ্যমে তুলে ধরুন।

রোববার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব আহ্বান জানান। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সিনেমায় নিজস্ব শিল্প-সংস্কৃতি যেমন থাকবে তেমনি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা দরকার সেগুলোও থাকতে হবে। আন্তর্জাতিকভাবে সেগুলো যেন গ্রহণযোগ্যতা পায়। পাশাপাশি আমাদের যে মহান অর্জন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আমাদের সে বিজয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের চেতনা-সেগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরতে হবে। চলচ্চিত্রে আমাদের নীতি-আদর্শ প্রতিফলিত হওয়া একান্ত দরকার।

তিনি বলেন, আমি অনুরোধ করবো মুক্তিযুদ্ধের ওপর সিনেমা তৈরির। জাতির পিতাকে ১৫ আগস্ট হত্যা করার পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। সে ইতিহাসটা যেন সবাই জানে। আর এ কাজটি ভালোভাবে করা সম্ভব সিনেমার মাধ্যমেই। আমাদের বিজয়ের ইতিহাসটা প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখতে পারে সেই ধরনের চলচ্চিত্র আরও নির্মাণ হওয়া দরকার।

প্রধানমন্ত্রী বলেন, আমি একজন রাজনীতিবিদ। যত বক্তৃতা দেই, মানুষকে যত কথাই বলি না কেন একটা নাটক, একটা সিনেমা, একটা গানের মধ্যে দিয়ে বা একটা কবিতার মধ্য দিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। এমন সিনেমা তৈরি করুন যেন পরিবার নিয়ে দেখা যায়। মানুষ বিনোদনের পাশাপাশি জ্ঞানও লাভ করতে পারে।