পল্টনে হেফাজতের অবস্থান

রাজধানীর পল্টন মোড়ে হরতালের পক্ষে লাঠি হাতে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় পল্টন মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পল্টনে হেফাজতের অবস্থান

রাজধানীর পল্টন মোড়ে হরতালের পক্ষে লাঠি হাতে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় পল্টন মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার দুপুর ১টা ৫০ মিনিটে পল্টন মোড়ে অবস্থান নেয় হেফাজতের নতোকর্মীরা। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর তারা সেখান থেকে হরতালের পক্ষে স্লোগান দিতে দিতে আবারও বায়তুল মোকাররমের দিকে মিছিল নিয়ে চলে যায় তারা।

এসময় পুলিশ সদস্যরা পল্টনের চারদিকে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিতে কঠোর অবস্থানে ছিল। হরতাল সমর্থকরা সরে গেলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে পল্টনে।

এর আগে সকালে পল্টন এলাকায় জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিপরীত পাশে হেফাজতে ইসলামের শতাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নেয়। পরে তারা মিছিল নিয়ে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণের পর পুনরায় বায়তুল মোকাররমের বিপরীত পাশে এসে অবস্থান নেয়।

মোদিবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষে হেফাজতে ইসলামের ৫ কর্মী নিহত হওয়ার ঘটনায় হরতালের ডাক দেয় সংগঠনটি। হরতালে সমর্থন দেয় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ বেশ কিছু রাজনৈতিক দল।