মেয়ে হত্যা : সৎ মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর মিরপুরে সোহানা আক্তার (৯) হত্যা মামলায় সৎ মা শাহিনুর বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মেয়ে হত্যা : সৎ মায়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর মিরপুরে সোহানা আক্তার (৯) হত্যা মামলায় সৎ মা শাহিনুর বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমানের আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই আতাউল মাহমুদ আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছিলেন।

গত ৪ বছর আগে ভিকটিমের পিতা রিকশাচালক সোহেল সোহানার মাকে তালাক দেন। এরপরে শাহিনুরকে বিয়ে করেন রিকশাচালক সোহেল। মেয়ে সোহানা তার বাবার কাছেই থাকতেন। ছোট সোহানাকে দিয়ে সব ধরনের গৃহস্থালি কাজ করাতেন তার সৎ মা শাহিনুর।

গত শুক্রবার সকালে সামান্য অপরাধে সোহানার মাথায় আঘাত করেন শাহিনুর। সোহানা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় সোহানার নানা মো. ইয়াছির পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রকৌশল নিউজ/এমআরএস