সিম কিনতে ফিঙ্গার প্রিন্ট দিতে সতর্ক হউন

করোনাকালে চিকিৎসকগণ জীবনের ঝুকি নিয়ে রোগীদের সেবা প্রদান করে আসছে। এই রকম একজন সিনিয়র নারী চিকিৎসক টেলিমেডিসিন সেবা প্রদান করে অনলাইনে সন্মানী গ্রহণ করতেন। কিন্তু একদল এমএফএস প্রতারক স্পুফ কলের মাধ্যমে উক্ত চিকিৎসককে প্রতারণা করে ওটিপি গ্রহণ করে একাউন্টে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

সিম কিনতে ফিঙ্গার প্রিন্ট দিতে সতর্ক হউন

করোনাকালে চিকিৎসকগণ জীবনের ঝুকি নিয়ে রোগীদের সেবা প্রদান করে আসছে। এই রকম একজন সিনিয়র নারী চিকিৎসক টেলিমেডিসিন সেবা প্রদান করে অনলাইনে সন্মানী গ্রহণ করতেন। কিন্তু একদল এমএফএস প্রতারক স্পুফ কলের মাধ্যমে উক্ত চিকিৎসককে প্রতারণা করে ওটিপি গ্রহণ করে একাউন্টে থাকা লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার মো. নাজমুল আলম সুমন প্রকৌশল নিউজকে এতথ্য নিশ্চিত করেন। সিম ক্রয় করার সময় ফিঙ্গার প্রিন্ট দিতে সবাইকে সর্তক হতে পরামর্শ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) আফছর আহমেদ প্রতারকদের শনাক্ত করলে সিনিয়র সহকারী কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম মোঃ সাগর আহম্মেদকে (২১)  মাগুরা সদর থেকে, মোঃ বিপুল হোসেনকে (২৯) কে বালিয়াকান্দি, রাজবাড়ী থেকে, হামিদুল ইসলামকে (২৪) কে শ্রীপুর, মাগুরা থেকে গ্রেপ্তার করেছে।

রোববার রাত দেড়টা থেকে সোমবার বিকাল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত অপরাধে জড়িত থাকাসহ বহু প্রতারণার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীগনের মধ্যে সাগর আহমেদ রবির সিম বিক্রয় করার নামে গ্রামের সহজ সরল মানুষদের কাছ থেকে বার বার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম ক্রিয়েটি করে একটি সিম বিক্রি করত; বিপুল হোসন আসামী সাগরের নিকট হতে সিমগুলো নিয়ে মূল প্রতারকদের নিকট সরবরাহ করত এবং  হামিদুল ইসলাম মূল কলিং পার্টি।

এই বিষয়ে ডিএমপির কাফরুল থানার মামলা নং ১৮, (তারিখ ১২/১০/২০২০) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৪/৩০/৩৫ ধারায় হয়। আদালত আসামীদের ১ দিনের রিমান্ড মনজুর করেছে।

প্রকৌশল নিউজ/এমআরএস