হেফাজতের মুফতি ফখরুল কারাগারে

২০১৩ সালে মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানা দায়ের করা মামলায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

হেফাজতের মুফতি ফখরুল কারাগারে

২০১৩ সালে মতিঝিল শাপলা চত্ত্বরে হেফাজতের তান্ডবের ঘটনায় পল্টন থানা দায়ের করা মামলায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার চারদিনের রিমান্ড শেষ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ এপ্রিল কারাগার থেকে ভার্চুয়াল আদালতে তাকে উপস্থিত করানো হয়। এসময় পল্টন থানার দায়ের করা মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ এপ্রিল তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম।

প্রকৌশল নিউজ/এমআরএস