৩ সপ্তাহে মৃত্যু হবে ৯২ হাজার মানুষের!

নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী তিন সপ্তাহে দেশটিতে করোনায় আরও ৯২ হাজার মানুষের মৃত্যু হবে বলে পূর্বাভাস দিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। 

৩ সপ্তাহে মৃত্যু হবে ৯২ হাজার মানুষের!

নতুন বছরের প্রথম দুই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী তিন সপ্তাহে দেশটিতে করোনায় আরও ৯২ হাজার মানুষের মৃত্যু হবে বলে পূর্বাভাস দিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। 

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিডিসির পূর্বাভাসের এই সংখ্যা খুবই ভীতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ নিয়ে বারবার সতর্ক করে দিচ্ছেন। করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও বিষয়টি এখনো চ্যালেঞ্জিং।    

কোভিড ট্র্যাকিং প্রজেক্টের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পেনসিলভানিয়ায় করোনায় সংক্রমিত রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। লুইজিয়ানার গভর্নর জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুর দিকে এই রাজ্যে করোনার সংক্রমণ ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। অ্যারিজোনায় ১২ জানুয়ারি রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিদিন হাজারো মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন। চলতি মাসেই দেশটিতে ৩০ লাখের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। 

লস অ্যাঞ্জেলস কাউন্টিতে করোনা মহামারি শুরুর সময় থেকেই প্রতি তিনজন বাসিন্দার মধ্যে একজন করোনায় সংক্রমিত।

সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ করোনার ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ২ লাখ মার্কিনকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা দেশের সব কমিউনিটিতে ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের।

এদিকে নিউইয়র্কে এই সময়ে কারা কারা করোনার ভ্যাকসিন নিতে পারবেন, সেই তালিকা বিস্তৃত করা হচ্ছে।

১৩ জানুয়ারি নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও ঘোষণা দিয়েছেন, তিনি ইয়াঙ্কি স্টেডিয়ামকে নগরের টিকাদান কেন্দ্র করার কাজ করে যাচ্ছেন।

এর একদিন আগে ১২ জানুয়ারি নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও ও নিউইয়র্ক মোটরসের মালিক স্টিভ কোহেন জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে কুইন্সের সিটি ফিল্ডে বিশাল টিকাদান কেন্দ্র চালু হবে। এই কেন্দ্র ২৪ ঘণ্টা চালু থাকবে।

১৩ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড রিসোর্টে করোনার টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে। এখানে মানুষ সারিবদ্ধ হয়ে করোনার ভ্যাকসিন নিচ্ছেন। এখানে দিন সাত হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব।