বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৫ কোটি


আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ১৫ কোটি
  • Font increase
  • Font Decrease

মহামারি করোনাভাইরাসের থাবায় গোটা বিশ্ব বিপর্যস্ত। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৩৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩ হাজারে অধিক মানুষ। 

বুধবার (৫ মে) সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসের পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ লাখ ৪১ হাজার ১৬৪ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৩৫৩ জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার ২৪৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৯২ হাজার ৪০৯ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৮১২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। একদিন আগেই মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়ানো এই দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৬ লাখ ৮০ হাজার ৩৭৮ জন, রাশিয়ায় ৪৮ লাখ ৩৯ হাজার ৫১৪ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ২৩ হাজার ৭৯৬ জন, ইতালি ৪০ লাখ ৫৯ হাজার ৮২১ জন, তুরস্কে ৪৯ লাখ ২৯ হাজার ১১৮ জন, স্পেনে ৩৫ লাখ ৪৪ হাজার ৯৪৫ জন, জার্মানিতে ৩৪ লাখ ৪৮ হাজার ১৮২ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৫২ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৫ হাজার ৩৮৭ জন, রাশিয়ায় এক লাখ ১১ হাজার ৫৩৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৫৪৩ জন, ইতালিতে এক লাখ ২১ হাজার ৭৩৮ জন, তুরস্কে ৪১ হাজার ৫২১ জন, স্পেনে ৭৮ হাজার ৩৯৯ জন, জার্মানিতে ৮৪ হাজার ২৮৫ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৭ হাজার ৭৪০ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।