ভোলার ইলিশায় ভয়াবহ অগ্নিকান্ড


প্রকৌশল নিউজ :
ভোলার ইলিশায় ভয়াবহ অগ্নিকান্ড
  • Font increase
  • Font Decrease

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নৌ থানার একাংশসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের ধারণা অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বুধবার সন্ধ্যায় ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে বাজারের কালিমুল্লার কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে করে নৌ থানাসহ রেস্টুরেন্ট, তেল-গ্যাসের দোকান, তৈরী পোশাকের দোকান, মুদি দোকান, জুয়েলারি দোকান, হার্ডওয়ার, ফাস্টফুড, সুতা-জালের দোকান ও কাঠের দোকান পুড়ে গেছে। এ ছাড়াও আরও বেশ কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ভোলা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভোলা ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল জানান, অগ্নিকাণ্ডে তাদের থানার রান্নাঘর ও পুলিশ সদস্যদের থাকার ব্যারাক পুড়ে গেছে। তবে মূল ভবনের কোন ক্ষতি হয়নি। সেখান থেকে তাদের গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে ফেলা হয়।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হেসেন বলেন, আমরা ৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।