সাংবাদিক বালু হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন


প্রকৌশল নিউজ রির্পোট:
সাংবাদিক বালু হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন
  • Font increase
  • Font Decrease

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জম্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বিস্ফোরক অংশের রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  সেইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত। 

সোমবার দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেছেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, জাহিদ ওরফে সবুজ, নজু ওরফে রিপন, রিমন ও মাসুম ওরফে জাহাঙ্গীর। রায় ঘোষণার সময় জাহাঙ্গীর পলাতক ছিল।

আদালত সূত্রে জানা গেছে,  ২০০৪ সালের ২৭ জুন হুমায়ূন কবীর বালু নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন। এঘটনায় পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করে। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার সাংবাদিক বালু হত্যা মামলার রায়ে সব আসামীকে বেকসুর খালাস দেন। অন্যদিকে, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাষ্ট্রপক্ষে আইনজীবী এনামুল হক বিস্ফোরক মামলাটি অধিকতর তদন্তে আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১০ মে আদালত মামলাটি অধিকতর তদন্তে সিআইডিতে পাঠানোর নির্দেশ দেন। এ মামলায় ৭জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছেন। সর্বশেষ মামলাটি তদন্ত করেন সিআইডি’র সিনিয়র সহকারী এস মো. শাহাদাৎ হোসেন।