নব্য জেএমবি'র সাকিব রিমান্ড শেষে কারাগারে


প্রকৌশল প্রতিবেদক :
নব্য জেএমবি'র সাকিব রিমান্ড শেষে কারাগারে
  • Font increase
  • Font Decrease

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি সদস্য সাকিব আহমেদ চৌধুরী ওরফে জাকিরকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস সাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দু’টি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাকিব অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন। তিনি সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজে যুক্ত ছিলেন।

প্রকৌশল নিউজ/এমআরএস