সন্ত্রাস বিরোধ আইনের মামলা : আমির হামজার স্বীকারোক্তি


প্রকৌশল প্রতিবেদক:
সন্ত্রাস বিরোধ আইনের মামলা : আমির হামজার স্বীকারোক্তি
  • Font increase
  • Font Decrease

আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা আদালতে আরও একটি মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় দুই দিনের রিমান্ড শেষে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর ফের তাকে কারাগারে পাঠানো হয়।

দারুস সালাম থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. মকবুল হোসেন স্বীকারোক্তি দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে গত ২৪ মে বিকেলে কুষ্টিয়া থেকে আমির হামজাকে গ্রেপ্তার করে সিটিটিসি। পরদিন সংবাদ ভবনে খোলা তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনায় অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৩১ মে মুফতি আমির হামজা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। এরপর দারুস সালাম থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেয় পুলিশ।

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রকৌশল নিউজ/এমআরএস