ঠাকুরানী দিঘীতে বালি উত্তোলন : ড্রেজার মেশিন জব্দ


আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরানী দিঘীতে বালি উত্তোলন : ড্রেজার মেশিন জব্দ
  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জের বানিয়াচংয়ের  ৩ নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের ঠাকুরানী দিঘীরপাড় গ্রামের ‘ঠাকুরানী দিঘীত ‘ স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে। স্থানীয়দের অভিযোগ, দিঘী থেকে বালু উত্তোলনের ফলে দিঘিটির গভীর গর্ত হয়ে পড়ে। এতে দিঘির চারপাশের বাসিন্দাদের বাড়িঘর আস্তে আস্তে ভেঙে যাওয়ার উপক্রম হয়ে পড়ে।

এর প্রেক্ষিতে এলাকাবাসী তাদের বাড়ীঘর বালুখেকো প্রভাবশালী মহলের হাত থেকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী উপজেলা(ভূমি) নিকট প্রতিকার চেয়ে অভিযোগ করেন।

শুক্রবার অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি এই অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও ঘটনাস্থলে উপস্থিত হন। মাটি কাটার ঠিকাদার ও ড্রেজার মেশিনের মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরানী দিঘীর পাড় গ্রামের এক ব্যক্তি জানান, স্থানীয় আব্দুর নূরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী দিঘীর মাটি বিক্রয় করে এলাকাবাসীর ক্ষতিসাধন করে চলেছে।

স্থানীয় ইউপি সদস্য সুমন আখনজী  জানান, স্থানীয় কতিপয় মাটিখেকো চক্র দীর্ঘদিন যাবৎ ওই দিঘীর মাটি ড্রেজার মেশিন দিয়ে খনন করে বিক্রয় করছে।যে কারনে দিঘীর চারপাশের বসতবাড়ী খুবই ঝুকির মধ্যে রয়েছে।এ ব্যাপারে মধুখানী গ্রামের তোফাজ্জল হোসেন খান জানান, মাটি ব্যবসায়ীগন প্রভাবশালী হওয়ার কারনে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পায়না।

তিনি আরও জানান, অভিযোগ পেলে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করলেও রাজনৈতিক ছত্রছায়ায় আবারো মাটি তোলা শুরু করে দেয় ওই প্রভাবশালী চক্রটি।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি বলেন,এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ঠিকাদার ও মেশিনের মালিক কাউকেই পাওয়া যায় নাই। মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,কেউই আইনের উর্দ্ধে নয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা নেওয়া হবে।