২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক


প্রকৌশল প্রতিবেদক:
২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক
  • Font increase
  • Font Decrease

দেশের বিভিন্ন জেলার ২১ শিক্ষার্থী সফিকা খানম শিক্ষা পদক-২০২২ পেয়েছেন। পদক হিসাবে শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল এই পুরষ্কার দিয়েছে। 

সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে লায়ন্স ক্লাব অব ঢাকা হেল্প এক্সেল কর্তৃক আয়োজিত সফিকা খানম শিক্ষা পদক-২০২২ তুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। ৭ টি শাখায় মোট ২১ জনকে পুরষ্কার দেওয়া হয়। লায়ন্সের গর্ভনর লায়ন মোস্তফা কামাল এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সংগঠনের চেয়ারপার্সন ফারাহ হাসান খান বলেন, "আমরা ‘সফিকা খানম শিক্ষা পদক-২০২২’ এর আয়োজন করেছি। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তিনি একজন আদর্শ শিক্ষিকা ছিলেন। সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেন।"  

২০২১ সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তিনি তার কর্মে বেঁচে আছেন আমাদের মাঝে। এসময় তিনি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।