নেহাল আহমেদ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান


প্রকৌশল নিউজ :
নেহাল আহমেদ ঢাকা শিক্ষা বোর্ডের  চেয়ারম্যান
  • Font increase
  • Font Decrease

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিকও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

অধ্যাপক মু. জিয়াউল হক অবসরে যাওয়ার পর শূন্যপদে বিসিএস ক্যাডারের এই কর্মকর্তাকে দায়িত্ব দিলো সরকার। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন। নিয়োগের শর্তে বলা হয়েছে, নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন। তবে পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি। শিক্ষা বোর্ড বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনও বাড়িভাড়া গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়ার যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে প্রদান করবেন।