বয়স ২৫ হলেই দেয়া যাবে করোনার টিকা


প্রকৌশল প্রতিবেদক :
বয়স ২৫ হলেই দেয়া যাবে করোনার টিকা
  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সসীমা আরও কমিয়ে সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছে সরকার। এতে এখন থেকে সর্বনিম্ন ২৫ বছর বয়স হলেই সাধারণ নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন। নতুন বয়সসীমা অনুযায়ী টিকা গ্রহণের নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এর পরিচালক মিজানুর রহমান দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে এ বিষয়ে আইসিটি বিভাগকে নির্দেশনা দিয়েছে। এমনকি সুরক্ষা অ্যাপে এখন ২৫-ঊর্ধ্ব সবাই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।’

এর আগে গত ১৯ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর দুই সপ্তাহ আগে গত ৫ জুলাই করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর করা হয়েছিল।

নতুন বয়সসীমা নির্ধারণ করায় বৃহস্পতিবার থেকেই ২৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক সুরক্ষা ওয়েবসাইটে (surokkha.gov.bd) প্রবেশ করে করোনার টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।

প্রকৌশলনিউজ/সু