আবারও বাড়ছে দেশে করোনার সংক্রমণ


প্রকৌশল প্রতিবেদক :
আবারও বাড়ছে দেশে করোনার সংক্রমণ
  • Font increase
  • Font Decrease

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৬ ডিসেম্বর সকাল ৮ টা থকে ২৭ ডিসেম্বর সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৮৫১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৬৯৯টি নমুনা। নমুনা পরীক্ষায় ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়। সে হিসেবে এ সময়ে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।  এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত বেড়েছে দশমিক ৫৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৭ শতাংশ, আর আজ তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ১৬ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।