হিমালয়ের বরফ গলে দেড় শতাধিক লোকের প্রাণহানি


প্রকৌশল নিউজ ডেস্ক :
হিমালয়ের বরফ গলে দেড় শতাধিক লোকের প্রাণহানি
  • Font increase
  • Font Decrease

ভারতের উত্তরাখন্ড রাজ্যে হিমালয়ের হিমবাহ গলে প্রায় দেড় শতাধিক মানুষ মারা গেছেন। আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) হিমালয়ের বরফ গলে একটি বাঁধে প্রচণ্ড গতিতে আঘাত করে। এতে সেখানে মুহূর্তের মধ্যে বন্যা সৃষ্টি হয়। ফলে মানুষজন নিরাপদ আশ্রয় খুঁজে নেয়ার সময় পায়নি। -রয়টার্স।

উত্তরাখন্ড রাজ্যের মুখ্য সচিব ওম প্রকাশ জানান, এখন পর্যন্ত কত মানুষ মারা গেছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে মৃতের সংখ্যা দেড় শতাধিক হবে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মাটি, পাথর আর পানির মিশ্রণের প্রচন্ড এক গর্জন শুনতে পান। সেদিকে তাকিয়ে দেখেন বিদ্যুতগতিতে তা ছুড়ে আসছে একটি নদী দিয়ে। রাইনি গ্রামের বাসিন্দা সঞ্জয় সিং রানা বলেছেন, এটা এতটা তীব্র গতিতে ছুটে আসছিল যে, কাউকে সতর্ক করার কোনো সময়ই ছিল না।

স্থানীয়দের আশঙ্কা, এ সময় কাছাকাছি একটি পানিবিদ্যুত প্রকল্পে কাজ করছিলেন একদল লোক। তাদেরকে এই পানির তোড় ভাসিয়ে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওম প্রকাশ বলেন, কি পরিমাণ মানুষ নিখোঁজ হয়েছেন সে সম্পর্কে কোনো ধারণা নেই আমার।

উল্লেখ্য, উত্তরের বেশ কিছু জেলায় উচ্চ সতর্কতা দিয়েছে ভারত। স্থানীয় পর্যায়ের লোকজন যে ফুটেজ শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে পানির সর্বগ্রাসী রূপ একটি ড্যামে প্রচন্ড জোরে আঘাত করে তা ভাসিয়ে নেয়। সেই সঙ্গে এর সামনে যা পড়েছে তাই ভাসিয়ে নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট ড্যামের দিকে পানির তোড় বাড়ছে। এক পর্যায়ে তা নির্মাণ সামগ্রি ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেছেন, আলোকনন্দা নদীতে নন্দপ্রয়াগ এলাকায় পানির স্রোত সাধারণ পর্যায়ে থাকে। কিন্তু এখন সেখানে স্বাভাবিকের চেয়ে এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আস্তে আস্তে তা কমে আসছে।

প্রকৌশল নিউজ/এস