গাঁজায় ইসরায়েলি আগ্রাসন : কথা বললেন এরদোয়ান-রুহানি


প্রকৌশল নিউজ ডেস্ক:
গাঁজায় ইসরায়েলি আগ্রাসন : কথা বললেন এরদোয়ান-রুহানি
  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার বিষয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধের জন্য মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ফোনালাপে রুহানি বলেন, ফিলিস্তিন এখনো মুসলিম উম্মাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন একটি ইস্যু। নিরুপায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অবসানের জন্য তেল আবিবকে মোকাবিলা জরুরি। খবর পার্সটুডের

রুহানি আরও বলেন, আঞ্চলিক গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে ইরান ও তুরস্কের মধ্যে এই ইস্যুতে সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া, জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ এবং আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েলকে মোকাবেলার জন্য আন্তর্জাতিক সম্পদায়কে ঐকবদ্ধভবে কাজ করতে হবে। তিনি আশা করেন, ওআইসির বৈঠকে অংশগ্রহণকারীরা ইসরায়েলি আচরণ বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।