সারা বিশ্বে সাংবাদিক হত্যা বেড়েছে দুই গুণ


প্রকৌশল নিউজ :
সারা বিশ্বে সাংবাদিক হত্যা বেড়েছে দুই গুণ
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, ২০২০ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক। যা গত বছরের তুলনায় দুই গুণ বেশি। খবর নিউ ইয়র্ক টাইমস। 

সিপিজে এর প্রতিবেদনে সোমবার এ তথ্য জানিয়েছে । এর আগে, ২০১৯ সালে বিশ্বে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ১০ সাংবাদিক।

বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক জোয়েল সিমন জানিয়েছেন, এক বছরের ব্যবধানে বিশ্বে সাংবাদিক হত্যা দ্বি-গুণ হয়েছে। অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচারহীনতার সংস্কৃতি দিনকে দিন এই প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এদিকে, সিপিজে জানিয়েছে, এ বছর সাংবাদিক হত্যার ঘটনা বাড়লেও সংঘর্ষের মধ্যে পড়ে সাংবাদিক মৃত্যুহার ছিল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন।

আফগানিস্তান এবং সিরিয়ার সংঘর্ষপ্রবণ অঞ্চলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিপিজে।

অন্যদিকে, ইরান ২০১৭ সালের সরকারবিরোধী আন্দোলন নিয়ে প্রতিবেদন তৈরি করায় রুহুল উল্লাহ জাম নামে এক সাংবাদিকের ফাঁসি কার্যকর করেছে ২০২০ সালে।