বন্ধ চিনিকলে কোন ছাঁটাই নয়ঃ মন্ত্রণালয়


প্রকৌশল নিউজ :
বন্ধ চিনিকলে কোন ছাঁটাই নয়ঃ  মন্ত্রণালয়
  • Font increase
  • Font Decrease

শিল্প মন্ত্রণালয় আশ্বস্ত করে বলেছে, চলতি মৌসুমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টিতে আখ মাড়াই বন্ধ থাকলেও কর্মীদের কাউকে ছাঁটাই করা হবে না।  

সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সার্বিক বিষয় পর্যালোচনার জন্য রোববার রাতে এক আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। 

সেখানে বলা হয়, ১৫টি চিনিকলের মধ্যে নয়টিতে চলতি মৌসুমে আখ মাড়াই করার সিদ্ধান্ত হয়েছে সভায়। বাকি ছয়টি চিনিকলে আখ মাড়াই না হলেও সেসব মিলের ক্যাচমেন্ট এলাকায় উৎপাদিত এবং কৃষকের সরবরাহ করা আখ কেনা হবে।

চিনিকলের কোনো কর্মকর্তা, কর্মচারী বা শ্রমিককে ছাঁটাই করা হবে না, বরং সমন্বয় করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়। 

সভার সিদ্ধান্তের আলোকে পরবর্তী কার্যক্রম নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট চিনিকলগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।