বঙ্গবন্ধু হৃদয় দিয়ে উপলদ্ধি করেছিলেন বাংলাদেশের অপার সৌন্দর্য


প্রকৌশল নিউজ:
বঙ্গবন্ধু হৃদয় দিয়ে উপলদ্ধি করেছিলেন বাংলাদেশের অপার সৌন্দর্য
  • Font increase
  • Font Decrease

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধু হৃদয় দিয়ে উপলদ্ধি করেছিলেন বাংলাদেশের অপার সৌন্দর্য।

রোববার রাজধানীর আগারগাঁয়ের শেরেবাংলা নগর এলাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) এর ১৩ তলাবিশিষ্ট পর্যটন ভবনের রূফটপ রেস্টুরেন্ট উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, স্বাধীনতার অব্যবহতি পরেই দেশের অপার সৈৗন্দর্যকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরতে ১৯৭২ সালে তিনি প্রেসিডেনশিয়াল অর্ডার ১৪৩ বলে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু।বঙ্গবন্ধুর স্নেহধন্য প্রতিষ্ঠান বাংলাদেশে পর্যটন করপোরেশন ১৯৭২ সাল থেকে এদেশের পর্যটন শিল্পের উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের উন্নত সেবা প্রদানসহ পর্যটনের সাথে সংশ্লিষ্ট সকল মৌলিক উপাদানগুলো সকল ধরণের অতিথিদের জন্য সুনিশ্চিত করার লক্ষ্যে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে আসছে। সেই প্রচেষ্টারই একটি অংশ হচ্ছে আজকের এই ‘রূপটপ রেস্টুরেন্ট’। 

বাপক এর চেয়ারম্যান (গ্রেড-১) জনাব রাম চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত  উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর পরিচালক (বাণিজ্যিক) জনাব মোঃ আব্দুস সামাদ। 

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগারগাঁ প্রশাসনিক এলাকায় ইতোমধ্যে নির্বাচন কমিশন, কোস্ট গার্ড, ডাক অধিদপ্তর, বোর্ড অব ইনভেস্টমেন্ট, ইসলামিক ফাউন্ডেশন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পাসপোর্ট অফিস, এল.জি.ই.ডি, পাবলিক সার্ভিস কমিশনসহ অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। ভবিষ্যতে আরো সরকারি-বেসরকারি অফিস স্থাপিত হতে যাচ্ছে। কিন্তু আজ অবধি এখানে ভালো মানের কোন রেস্টুরেন্ট সুবিধা নেই। তাই বাংলাদেশ পর্যটন করপোরেশন এ উদ্যোগটি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে রূফটপ রেস্টুরেন্টের শুভ যাত্রার শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সি.ই.ও জনাব জাবেদ আহমেদ, টোয়াবের সভাপতি জনাব মোঃ রাফিউজ্জামান, টিডাবের চেয়ারম্যান সৈয়দ হাবিব আলী, ভ্রমণ ম্যাগাজিন এর সম্পাদক জনব আবু সুফিয়ান এবং পর্যটন বিচিত্রার সম্পাদক জনাব মহিউদ্দিন হেলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপক জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক জনাব মোঃ জিয়াউল হক হাওলাদার।