জাতীয় নির্বাচন নিয়ে কাঁদা ছুড়াছুড়ির কোন অবকাশ নেই : ইসলামী ঐক্যজোট


প্রকৌশল প্রতিবাদক :
জাতীয় নির্বাচন নিয়ে কাঁদা ছুড়াছুড়ির কোন অবকাশ নেই : ইসলামী ঐক্যজোট
  • Font increase
  • Font Decrease

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী আজ এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি আগামী জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামীলীগ, বিএনপিসহ রাজনৈতিকদলগুলোর মধ্যে কাঁদা ছুড়াছুড়ি পরিলক্ষিত হচ্ছে। ইসলামী ঐক্যজোট মনে করে, এ বিষয়ে কাঁদা ছুড়াছুড়ির কোন অবকাশ নেই। 

তিনি বলেন, নির্বাচন হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, এটাই আমাদের কাম্য। ফখরুল সাহেব বলছেন, উনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। বার বার তিনি একই কথা বলছেন। অথচ উনারাই ২০০৬ সালে তৎকালীন রাষ্ট্রপতিকে তথাকথিত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছেন। প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেছেন। সেই ইতিহাস ফখরুল সাহেব ভুলে গেলেও দেশের জনগণ ভুলেনি। 

বিবৃতিতে তিনি বলেন, সরকার যোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশনাদের নিয়োগের প্রচেষ্টা চালাচ্ছে এবং গঠিত নির্বাচন কমিশন দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে এটাই আমাদের কাম্য। 

তিনি বলেন, ইসলামী ঐক্যজোট ও দেশবাসী প্রত্যাশা করে, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মত আমাদের দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং আগামী নির্বাচনে জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগের প্রতিফলন ঘটবে।