সরকার জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল


প্রকৌশল নিউজ :
সরকার জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন। ইউএনডিপির প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে বলা হচ্ছে যে, এই সরকার যথেষ্ট উন্নয়ন করেছে। তারা নিজেদেরকে উন্নয়নের রোল মডেল বলছে। ইউএনডিপি গতকাল যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে পঞ্চম। ভুটানেরও নিচে।’

মঙ্গলবার(২২ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

ফখরুল বলেন, ‘এখানেই বোঝা যায়, উন্নয়নে কথা যেটা বলা হচ্ছে, সেটা আসলেই পুরোপুরিভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র। এর উদ্দেশ্য হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা।’

তিনি বলেন, সরকার স্বাধীনতার সমস্ত চেতনাকে ধবংস করে দিয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে দলীয়করণ করে নষ্ট করেছে, অর্থনীতিকে লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। পার্লামেন্টকে পুরোপুরি অকেজো করেছে। নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। যার ফলোশ্রুতিতে বিশিষ্ট নাগরিকরা তাদের বক্তব্য রাখছেন, বলছেন এই নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব হবে না।

স্বাধীনতার সূর্বণজয়ন্তী পালনের গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। আমাদের সামনে একটাই লক্ষ্য, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমরা যে মূল লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি। আমাদের লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন, মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সেই গণতান্ত্রিক চেতনাকে ফিরিয়ে নিয়ে আসা এবং গণতন্ত্রের জন্য যারা সেদিন লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন তাদের সেই মর্যাদাটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা।’

মির্জা ফখরুল বলেন, ‘করোনার প্রতিকূলতা ও বর্তমানে রাজনৈতিক যে পরিবেশ সেটা আমরা জানি না। কারণ ইতোমধ্যে দেখছেন যে, গত কয়েক বছর ধরে স্বাধীনতার চেতনাকে বিলুপ্ত করে দিয়ে, ধ্বংস করে দিয়ে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে। যেটা আমরা মনে করি যে, ১৯৭১ সালে আমাদের যুদ্ধের মূল যে চেতনা ছিল সেই চেতনার সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। আমাদের দলের আদর্শ ও লক্ষ্যে মধ্যে সবচেয়ে বড় যে কথাটা লেখা রয়েছে স্বাধীনতার চেতনাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। স্বাধীনতা আমাদের বড় অর্জন এবং এই স্বাধীনতাকে আজকে রক্ষা করাও আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়ছে, আমাদের সীমান্তে নাগরিকরা নিহত হচ্ছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে। আমাদের দেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা শরণার্থী হয়ে প্রবেশ করেছে, তাদেরকে প্রত্যাবাসনের জন্য সরকার সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না।’