টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা


প্রকৌশল প্রতিবেদক :
টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
  • Font increase
  • Font Decrease

সব জল্পনা-কল্পনার পর অবশেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া সংরক্ষিত তালিকায় আছেন দুই ক্রিকেটার।

বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগে থেকেই সরে দাঁড়ানোয় টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। স্কোয়াডে আছেন মূলত টি-টোয়েন্টি সংস্করণে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা। ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি স্ট্যান্ডবাই তালিকায় আছেন দুই জন, পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

সাকিব আল হাসানসহ স্পিনারদের তালিকায় আছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান। তিন পেসার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সাথে আছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।

সুপার টুয়েলভ পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার আপ।

‘বি’ গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ও আফগানিস্তান। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার আপ।

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দল বিশ্বকাপে ভালো করবে, সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানান প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচকেরা এই দলকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ধারাবাহিকভাবে আমরা তিনটি সিরিজ জিতেছি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ঘরের মাঠে আমরা সাদা বলের ক্রিকেটের সব সিরিজই জিতেছি। বিশ্বকাপেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছি। আশা করি দল ভালো করবে।’

টানা জিততে থাকায় দলের মধ্যে এখন যে আত্মবিশ্বাস আছে, সেটি বিশ্বকাপে বাংলাদেশ দলকে সাহায্য করবে। মিনহাজুলের এমনই বিশ্বাস, ‘যে কোনো সংস্করণেই জয় খুবই গুরুত্বপূর্ণ। জয় দলের আত্মবিশ্বাস সব সময়ই বাড়িয়ে দেয়। হারতে থাকলে মানসিকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। জয়ের অভ্যাস, আত্মবিশ্বাস কাজে লাগবে।’ 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন , সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি।

স্ট্যান্ডবাই:
রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

প্রকৌশলনিউজ/সু