সিআইডির সংবাদ সম্মলেন : বিগোর বিবৃতি


প্রকৌশল প্রতিবেদক :
সিআইডির সংবাদ সম্মলেন : বিগোর বিবৃতি
  • Font increase
  • Font Decrease

বিগো লাইভ ব্যবহার করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করে আসছে একটি সাইবার অপরাধী চক্র। তাদের কয়েকজনকে গ্রেপ্তারের পর রোববার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে এক সংবাদ সম্মলেন এমন অভিযোগ করেছে।

এঘটনা দেশের গণমাধ্যমে সংবাদ প্রচার হবার পর রোববার রাতে বিগো টেকনোলজি (বিগো) তাদের এদেশীয় পিআর এজেন্সি এর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবিষয়ে সিঙ্গাপুর ভিত্তিক বিগো তাদের বিবৃতি দিয়েছে।

বিবৃতে বলা হয়েছে, বিগো টেকনোলজি (বিগো) জানাতে চায় যে, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে। একইভাবে প্রতিষ্ঠানটি যেকোনো ব্যক্তির দ্বারা অপরাধের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে; এক্ষেত্রে, সে ব্যক্তি প্রতিষ্ঠানের স্থানীয় কোনো এজেন্সি পার্টনার কিনা তা নির্বিশেষে এ নীতি অনুসরণ করা হয়।

যেকোনো অপরাধমূলক আচরণ মোকাবিলায় আমাদের এ খাতের শীর্ষ প্রযুক্তির সমন্বয়ে তৈরি কঠোর নীতিমালা রয়েছে। একইসাথে, এক্ষেত্রে, আমরা কোনো পক্ষপাত করি না, কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন কোনো ঘটনা সমর্থন করি না—যার বা যাদের অপরাধমূলক কোনো কাজে বিগো’র নাম ব্যবহারের অসদিচ্ছা রয়েছে। আমরা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং যেভাবে সম্ভব বা প্রয়োজন এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করবো।

আমাদের ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরিতে আমরা আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও আমরা একইভাবে অঙ্গীকারবদ্ধ থাকবো।

সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য যোগাযোগের যে সুযোগ তৈরি করেছে, এজন্য আমরা সম্মানিত বোধ করছি। বাংলাদেশসহ বিশ্বের ২০টি’রও বেশি দেশের বিগো’র কার্যক্রম রয়েছে।

আমাদের লক্ষ্য এ অঞ্চলে আমাদের ব্যবহারকারীদের জন্য ইতিবাচক সব সুযোগ তৈরি করা; এবং আমরা যে দেশেই কার্যক্রম পরিচালনা করি না কেনো, সেখানকার আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সকল আইন ও বিধি যথাযথভাবে মেনে চলি।

আঞ্চলিক ও জাতীয় আইন এবং মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা আইনপ্রয়োগকারী সকল সংস্থা ও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং একইসাথে নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জন্য ইতিবাচক সব সুযোগ তৈরিতে নিবিড়ভাবে কাজ করবো।

প্রকৌশল নিউজ/এমআরএস