দিরাইয়ের চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার প্রধান আসামী গ্রেফতার


প্রকৌশল নিউজ :
দিরাইয়ের চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার প্রধান আসামী গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার প্রধান আসামী চালক শহীদ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২ জানুয়ারি) সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার বর্ণনায় সিআইডি জানায়, গত ২৬ ডিসেম্বর ‘ফাহাদ এন্ড মায়শা পরিবহন’ বাসটি সিলেট থেকে সুনামগঞ্জের দিরাই এর দিকে রওনা করে।  সেদিন দুপুরে লামাকাজি নামক জায়গা থেকে এক নারী দিরাইয়ে যাবার উদ্দেশ্যে সেই বাসে উঠেন। বাস দিরাইয়ে পৌঁছার পূর্বেই ধীরে ধীরে সকল যাত্রী তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে যান, বাস ফাঁকা হতে থাকে। এরপর বাসটি দিরাইয়ের পাতারিয়ায় পৌঁছালে চালক শহীদ সেই নারী যাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করে। সে সময় নারী যাত্রীর চিৎকারে আশপাশের গ্রামবাসীরা বাসটিকে আটকানোর চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে ধর্ষণে ব্যর্থ হয়ে বাস চালক সেই নারীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এতে সেই নারী যাত্রী গুরতর আহত হন। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।

সিআইডি জানায়, এই ঘটনার পর থেকেই আসামীকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়। অভিযানের এক পর্যায়ে শহীদের ছোট ভাই মোঃ কছির ও দুলাভাই সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহীদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গত ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। যার মামলার নম্বর - ১৮।