পলাশবাড়ীতে জাতীয় ভোটাধিকার দিবস পালিত

`বয়ষ যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

পলাশবাড়ীতে জাতীয় ভোটাধিকার দিবস পালিত
মো. ফেরদাউছ মিয়া

'বয়ষ যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।

২ মার্চ মঙ্গলবার পলাশবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু হলরুমে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, এস এমবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম,আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

পরে জাতীয় পরিচয় পত্র স্মাট কার্ড বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও ভোটার তালিকা প্রনয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।