বিপুল পরিমান নকল সেলাই মেশিনসহ ২ বিদেশি নাগরিক গ্রেফতার


প্রকৌশল নিউজ :
বিপুল পরিমান নকল সেলাই মেশিনসহ ২ বিদেশি নাগরিক গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

বিপুল পরিমান নকল সিঙ্গার ও বাটারফ্লাই মেশিনসহ হাও জিয়াওপিং ওরফে বব হাও (৪১) ও সু ইন (৩৫) নামের ২ চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই দুইজনই এসব নকল সেলাই মেশিনের আমদানীকারক ও মজুদদার।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর তুরাগ থানা এলাকার দুইটি গোডাউনে অভিযান চালিয়ে এসব বিপুল পরিমান নকল সেলাই মেশিনসহ তাদের গ্রেফতার করা হয়।

সিআইডি জানায়, দীর্ঘদিন ধরেই একটি দেশি বিদেশি চক্র বিদেশ থেকে পন্য আমদানীর অন্তরালে সিঙ্গার ও বাটারফ্লাই এর নকল সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রী এনে বিভিন্ন গোডাউনে মজুদ করত। পরে তা অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করত। এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাই এর নকল ৫৮৫টি সেলাই মেশিন এবং বাটারফ্লাই লোগো ব্যবহার করে প্রস্তুতকৃত ফ্লাই বাটারফ্লাই এর ১১০০টি সেলাই মেশিন জব্দ করা হয়।

এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।